Poetry

যে জলে ভালোবেসে

যে জলে ভালোবেসে, ফুটেছে সদ্য, ছড়িয়ে পাতা তার, লিখেছে পদ্য, পদ্ম বলো তারে, আমি বলি প্রেম, ছড়ানো ভালোবাসা, হৃদয়ী তত্ত¡। কাজলে প্রেম খোঁজো, সবুজে খোঁজোনি তা, বসন্ত এলে কি, দেখোনি ওই পাতা? সবুজে প্রেম আছে, কচি পাতা দেখো, দূর্বাঘাসে হাঁটো, বুঝবে সত্য। প্রেম তো প্রেমাকারে, ছুটে অবিরাম, তুমি কি বুঝো তার, তুলেছো নিলাম! হৃদয়ে রঙ …

যে জলে ভালোবেসে Read More »

তদুপরি ভালোবেসে

এই করিডর, মানুষের ভিড়ে, স্বপ্ন জোটেনা আর, ব্যস্ত সড়কে পথ খোঁজা দায়, পথ নেই হাঁটবার। শব্দ ভুলেছি শব্দের ভিড়ে, কান পেতে শোনা দায়, বাতাসের ধ্বণী নাই যদি শুনি শব্দ কি বোনা যায়? কান পেতে যেই মানুষ শুনেছে বাতাসের শত সুর, ফুলের মতন শব্দ ফুটেছে পৌছেছে বহুদূর। সবুজের ভিড়ে অনেক সবুজে পথিক হারিয়ে পথ, চোখের তারায় …

তদুপরি ভালোবেসে Read More »