যে জলে ভালোবেসে, ফুটেছে সদ্য,
ছড়িয়ে পাতা তার, লিখেছে পদ্য,
পদ্ম বলো তারে, আমি বলি প্রেম,
ছড়ানো ভালোবাসা, হৃদয়ী তত্ত¡।
কাজলে প্রেম খোঁজো, সবুজে খোঁজোনি তা,
বসন্ত এলে কি, দেখোনি ওই পাতা?
সবুজে প্রেম আছে, কচি পাতা দেখো,
দূর্বাঘাসে হাঁটো, বুঝবে সত্য।
প্রেম তো প্রেমাকারে, ছুটে অবিরাম,
তুমি কি বুঝো তার, তুলেছো নিলাম!
হৃদয়ে রঙ ধরো, রঙীন হয়ে যাবে;
নিজেকে খাঁটি করো, প্রেমেতে মজে যাবে;
প্রেমে কী রঙ থাকে, জানোনা বোঝানো,
বুঝলে দেখো তুমি- প্রেমেতে মত্ত।