এই করিডর, মানুষের ভিড়ে, স্বপ্ন জোটেনা আর,
ব্যস্ত সড়কে পথ খোঁজা দায়, পথ নেই হাঁটবার।
শব্দ ভুলেছি শব্দের ভিড়ে, কান পেতে শোনা দায়,
বাতাসের ধ্বণী নাই যদি শুনি শব্দ কি বোনা যায়?
কান পেতে যেই মানুষ শুনেছে বাতাসের শত সুর,
ফুলের মতন শব্দ ফুটেছে পৌছেছে বহুদূর।
সবুজের ভিড়ে অনেক সবুজে পথিক হারিয়ে পথ,
চোখের তারায় দীপ্তি ধরেছে দেখেছে ভবিষ্যত।
তেরোশ নদীর কল্লোল নিয়ে তবে আল মাহমুদ,
হৃদয়-যমীনে শব্দ ছড়িয়ে কাব্যে হয়েছে বুঁদ।
আমাদের কথা বড় ক্লিশে তাই বেনোজলে যায় ভেসে,
সালাম জানাই পড়ছো যে জন তদুপরি ভালোবেসে।