ইট কিনেছি, সিমেন্ট, বালু
সবটা ছিলো খেয়াল,
এখন দেখি সেই খেয়ালে
দাঁড়িয়েছে দেয়াল।
এখন খেয়াল পথ পেয়েছে
বড্ড মনে আশা,
চারটা দেয়াল, ওপরে ছাদ,
গড়বো ভালো বাসা।
ভালো বাসায় থাকবো ভালো,
ছোঁবেনা শীত-গ্রীষ্ম,
তাও জানিনা ভালোবাসা
হবে কিনা পোষ্য!
You must login to post a comments.
Already member Login | New Registration